নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আফরোজা আক্তার মুক্তা জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন। তিনি কমিউনিটি প্যারামেডিক হিসেবে ময়মনসিংহের ভালুকায় তুহা ফার্মেসিতে চেম্বার পরিচালনা করছেন এবং স্থানীয় জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানবিক সেবা দিয়ে যাচ্ছেন।
আফরোজা আক্তার মুক্তার জন্ম সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে। সেখান থেকেই শুরু তাঁর সংগ্রামী পথচলা, যা আজ দেশজুড়ে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর পক্ষ থেকে আফরোজা আক্তার মুক্তাকে এই জাতীয় স্বীকৃতি ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর এই সম্মাননা দেশের স্বাস্থ্যখাতে নিয়োজিত নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
সভাপতি আবু হানিফ বলেন, “আফরোজা আক্তার মুক্তা কমিউনিটি হেলথ কেয়ারের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর মানবিক সেবা ও নিরলস পরিশ্রম আমাদের গর্বিত করেছে। তাঁর সফলতা দেশের সকল তরুণ প্যারামেডিকদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন দেশের প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
শুভেচ্ছান্তে,
আবু হানিফ
সভাপতি
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন