তথ্যচিত্রা আসেন মাসুদ খান স্টাফ রিপোর্টার
কলাপাড়া উপজেলায় চম্পাপুর ইউনিয়নের ৪ নং মাছ খালি গ্রামের জাফর মোল্লা তার পুত্রবধু মোঃ রাব্বি মুল্লার স্ত্রী মোঃ রিয়া মনির উপরে অমানুষিক নির্যাতন করেন তার আপন শশুর। ঘটনা স্থানে গেলে সাংবাদিকের কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের কাছে সব ঘটনা বলেন।
বলেন যে জাফর মোল্লা খুবই খারাপের চরিত্রের লোক সে সুদ খায় বিভিন্ন ধরনের নেশা করে, যেমন গাঁজা ইয়াবা সেবন করে থাকে এবং বাজারের আশেপাশে ছোট বড় সকলে সাংবাদিকদের কাছে বলেন সে একজন খারাপ প্রকৃতির লোক ।
এলাকার লোকে আরো জানান তার শাশুড়িকে বিভিন্ন জায়গায় বেড়াতে পাঠিয়ে এবং রিয়া মনির ননদ কে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট দিয়ে অচেতন করে তারপরে জাফর মোল্লা তার পুত্রবধূ রিয়া মনির সাথে অবাধ্য এবং অনৈতিক সম্পর্ক চালায়।
এভাবে অনেকদিন যাবত তার পুত্রবধূ রিয়া মনি উপরে অমানুষিক নির্যাতন করে রিয়া মনির আপন শশুর জাফর মোল্লা। গাজা মত খেয়ে দিনের পর দিন তার সাথে অবৈধ মেলামেশা করেন।রিয়া মনির আপন শশুর এবং শাশুড়িকে দিয়ে বিভিন্ন ধরনের ভয় দেখায়। আরো বলেন যে আমার কথা না শুনলে তোকে আমার ছেলের ভাত খেতে দেবো না।রিয়া মনি ও তার পরিবারকে হত্যা করার হুমকি দিয়ে থাকে।
রিয়া মনি তার শশুরের অত্যাচারের বিষয়টা তার এলাকার বা বাড়ির আশেপাশের লোকজনকে জানান। পারা প্রতিবেশি এই সমস্ত কথা জাফর মোল্লা কে জানালে জাফর মোল্লা সবাই কে অপমান অপদস্থ করেন।
রিয়া মনি এলাকার লোকজন সাংবাদিকদের জানান এই অমানুষ লম্পট জাফরের কঠোর তম বিচার হওয়া উচিত। রিয়া মনি যাতে সঠিক বিচার পায় এটাই সরকারের কাছে দাবি এলাকার লোকজনের।