প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: নিজস্ব প্রতিনিধি ঢাকা
যথাবিহীত সম্মান প্রদর্শন নিবেদন এই যে আমি একজন কর্মজীবি নারী মিসেস শারমিন ইব্রাহিম
পিতা মৃত মোঃ আনছার উদ্দিন
মাতা মৃত -জুমিনা খাতুন
বয়স ৪৭ বছর
সাং ১৪৪৯ পাটের বাগ মোড় দক্ষিণ দনিয়া ডাকঘর- দনিয়া ১২৩৬ কদমতলী ঢাকা ৷ বাড়ির মালিক
মোঃ লিটন বয়স (৩৬) পিতা মৃত, মোঃ কারিমুল্লাহ সাং হোল্ডিং নং- ১৪৪৯ পাটেরবাগ মোড় দক্ষিণ দনিয়া ডাকঘর:- দনিয়া ১২৩৬ কদমতলী ঢাকা ।
২০১৮ সাল থেকে পাটেরবাগ মোড় দক্ষিন দনিয়া কদমতলী ঢাকা ১২৩৬ । আমি আমার দুই মেয়ে কলেজ পড়ুয়া দ্বিতীয় তলা বিল্ডিংয়ের ছোট দুই রুম ও ডাইনিং বিশিষ্ট ফ্লাট বাসা ভাড়া নিয়ে বসবাস করি । নিয়মিত বাসা ভাড়া দিয়ে আসছিলাম। দেশের হঠাৎ ক্লান্তির সময় আমার কর্মস্থলে বিঘ্ন ঘটে বিদায় আর্থিক সংকটে পড়ি । বিদায় বাসা ভাড়া বকেয়া পরে যায় । বাড়ির মালিকের কাছে কিছু দিনের সময় চাই সে আমাকে কোন ধরনের সময় দিবে না আমাকে ফোনে হুমকি দিয়ে সে আমার বাসায় প্রতিনিয়ত তার ব্যক্তিগত বাহিনী দিয়ে ভয়ভীতি দেখায় আমার মেয়েদের অমানবিক নির্যাতনের কথা বলে তার ব্যক্তিগত বাহিনী প্রায় ৮/১০ জন এসে আমার বাসায় রাত হলে দরজা খুলতে বলে ও গালাগালি করে চলে যায় ।
আমি এখন খুব অসহায় দেশের ক্লান্তি লগ্নে সময়ে বেশিরভাগ ভাড়াটিয়ার কোনো আয়-রোজগার নেই; অনেককে সাহায্য সহযোগীতার জন্য হাত পাততে হচ্ছে। এ অবস্থায় বাড়িভাড়া পরিশোধ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বাড়িওয়ালা ভাড়ার জন্য ভাড়াটিয়াদের ওপর অমানবিক চাপ প্রয়োগ করছেন। এরই মধ্যে বাড়িভাড়া নিয়ে বেশকিছু ঘটনা ঘটে গেছে। ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়াকে বিনা নোটিশে বের করে দেয়া হচ্ছে; উপরন্তু মারধরের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য ভাড়াটিয়াদের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি
Leave a Reply