মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

পটুয়াখালী-০১ আসনে প্রার্থী পরিবর্তন: মুফতি হাবিবুর রহমান বহিষ্কার, নতুন প্রার্থী আবুল হাসান বোখারী

মোঃ হাসান তালুকদার পটুয়াখালী প্রতিনিধি: / ১৮ Time View
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

 

মোঃ হাসান তালুকদার পটুয়াখালী প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী-০১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটি।

রোববার (০৮ ডিসেম্বর ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা আমেলার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সংগঠনের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) শৃঙ্খলাভঙ্গের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা আমেলা সূত্র জানায়, মুফতি হাবিবুর রহমান হাওলাদার দলীয় শৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনের প্রার্থী পদ থেকেও তাকে প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে খালি হওয়া পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারী–কে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সংগঠনটি।

ঘোষণা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নির্বাচনী প্রচারণায় সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

Theme Created By BDiT