মোঃ হাচান স্টাফ রিপোর্টার
আজ ১০ ডিসেম্বর ২০২৫ ইং
বুধবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে
বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি,স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী এর সমন্বয়ে।
পটুয়াখালীর সদর থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময় উক্ত এলাকা হতে প্রায় ৯১ হাজার ২০০ টাকা মূল্যের ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন কোস্ট গার্ড।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর,পটুয়াখালী এর পরিচালক মহোদয়ের নিকট হস্তান্তর করেন কোস্ট গার্ড পটুয়াখালী।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি,স্টেশন পটুয়াখালী।