
ঢাকা প্রতিবেদক
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন দেশের সকল জেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি বাস্তবায়নের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন, বিধি-বিধান ও নির্দেশনা মেনে চলা হবে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবু হানিফ বলেন,
"মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কমিউনিটি প্যারামেডিকরা মানবসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। সকল কর্মসূচি সম্পূর্ণভাবে আইনানুগ ও দায়িত্বশীলভাবে বাস্তবায়ন করা হবে।"
তিনি আরও বলেন, দেশের সকল জেলা পর্যায়ের কমিউনিটি প্যারামেডিকদের নিজ নিজ এলাকায় নির্ধারিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
প্রকাশিত কর্মসূচির মধ্যে রয়েছে
জাতীয় পতাকা উত্তোলন
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
জনসচেতনতামূলক স্বাস্থ্য পরামর্শ প্রদান
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
সকল জেলা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে, কার্যক্রমের ছবি ও সংক্ষিপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করতে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন আশা প্রকাশ করেছে, আইন মেনে এবং শৃঙ্খলাপূর্ণভাবে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মহান বিজয় দিবসের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং মানবসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।