মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই

ঢাকা প্রতিনিধি / সিংঙ্গাপুর / ২ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ অপরাহ্ন


ঢাকা/সিঙ্গাপুর:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের উদ্দেশ্যে ঢাকার বিজয়নগর এলাকায় গেলে তিনি সশস্ত্র হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়, যা তার মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানান।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

Theme Created By BDiT