মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ / ৭ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর সকাল ৫ টা থেকে প্রায় ৬ ঘন্টা যাবৎ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক ০২টি অভিযান চালিয়ে।

ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ করে  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশা জাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেন।

এবং মনাকষা বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশা জাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং তিনি আরো বলেন এ ধরনের অভিযান নিয়মিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

Theme Created By BDiT