মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায়।

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি/ / ২১ Time View
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন

 

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি/

পটুয়াখালীতে বহুপূরনো হত্যা মামলায় ২৫ বছর কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো, সেলিম কাজী (৭৪)। দীর্ঘ ২১ বছর কারাভোগের পর গত বুধবার (৩রা) ডিসেম্বর) তার জীবনে নেমে এলো ভিন্ন এক অধ্যায় ভিন্ন এক সকাল।

মুক্ত পরিবেশ চারপাশে খোলা হাওয়া,নিজ জন্মভূমির পরিচিত মানুষের মুখ, আর বহুদিনের নিস্তব্ধ বাড়ির আঙিনা। সব কিছুই তার সামনে জীবন্ত হয়েদাঁড়ালো। তবে বাড়ির রূপ বদলে গেছে। সেই চির চেনা বাড়িতে সবাই আছে, শুধু নেই তার রত্নাগর্ভা মা চলে গেলেন না ফেরার দেশে।

জানা যায় ৭৪ বছর বয়সি ওই বৃদ্ধ কয়েদির প্যারোলে সাময়িক এই মুক্তি শুধুই মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান সেলিম কাজীর মা রেনু বেগম। তার জানাজায় উপস্থিত হতে আদালত তাকে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি মেলে সেলিম কাজীর।

পটুয়াখালী সদর থানা পুলিশের একটি টিম কঠোর নিরাপত্তার মধ্যে সকালে তাকে বাড়িতে নিয়ে আসে। স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন তাকে এ নজর দেখতে এতো বছর পর আবার তাকে কাছে পেয়ে।

বুধবার দুপুর ২টায় টাউন পটুয়াখালীর টাউন বহালগাছিয়ার জিয়া সড়কের স্থানীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হয় রেনু বেগমের জানাজা। সেখানে স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। জানাজা শেষে বিকেল ৩টার দিকে পুলিশ পুনরায় তাকে পটুয়াখালী জেলা কারাগারে কড়া নিরাপত্তায় নিয়ে যায়।

এ ঘটনায় জেলা কারাগার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি একটি সিআর মামলায় বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল সেলিম কাজীর বিরুদ্ধে ২৫ বছরের সাজা ঘোষণা করেন। কারাবন্দি অবস্থায় শুরুতে তিনি যশোর কারাগারে ছিলেন, পরে ২০০৯ সাল থেকে পটুয়াখালী জেলা কারাগারে আছেন তিনি।

জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ সাজাপ্রাপ্ত কারাবন্দি। আদালতের চিঠি পাওয়ার পর পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে জানাজায় পাঠানো হয়েছিল। জানাজা শেষে আবার তাকে পুনরায় জেল হাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

Theme Created By BDiT