ঢাকা, ২৬ জুন ২০২৫:
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA) দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি প্যারামেডিক নিয়োগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব আবু হানিফ এক বিবৃতিতে বলেন, “স্বাস্থ্যসেবার প্রান্তিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রশিক্ষিত প্যারামেডিক নিয়োগ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় কয়েক হাজার পাস করা কমিউনিটি প্যারামেডিক বেকার রয়েছেন। অথচ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যদি এসব ক্লিনিকে নিয়মিতভাবে দক্ষ কমিউনিটি প্যারামেডিক নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রাথমিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।
BCPA কর্তৃপক্ষ সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী প্যারামেডিক নিয়োগের বিষয়টি বাস্তবায়ন করা হয় ।