নিজস্ব প্রতিবেদক

দেশের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে নিজেদের একটু একটু করে জায়গা পাকা করার চেষ্টা করছেন এক বহুমুখী প্রতিভাধর তরুণ—”মাহ্ফুজ নবীন”। প্রথম জীবনে পত্রিকায় নিয়মিত নিউজ লেখা দিয়ে পথচলা শুরু।

#gallery-1 { margin: auto; } #gallery-1 .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 33%; } #gallery-1 img { border: 2px solid #cfcfcf; } #gallery-1 .gallery-caption { margin-left: 0; } /* see gallery_shortcode() in wp-includes/media.php */

পটুয়াখালী জেলা শহরে জন্ম নেওয়া মাহ্ফুজ নবীন পড়াশোনা করেছেন ঢাকা ও পটুয়াখালীতে। পাশাপাশি সম্পন্ন করেছেন এলএলবি (অনার্স) এবং এমবিএ কিন্তু তার মূল নেশা রয়ে গেছে সাহিত্য, সংগীত আর সৃজনশীল কাজকে ঘিরে।

দীর্ঘ বছর ধরে তিনি যুক্ত আছেন কবিতা, গান এবং সাংবাদিকতা–এই তিন ধারারই চর্চায়। একুশের বই মেলায় ২০১১ সালে তার প্রথম কবিতার বই প্রকাশ হয়। চমৎকার শব্দচয়ন, বাস্তববোধ ও আবেগমিশ্রিত গল্প বলার ক্ষমতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

নিজের লেখা ৫০০ টির বেশি স্বরচিত গান তিনি প্রকাশ করেছেন “Lets Create Song With Mahfuz Nabeen” এই নামে তার ইউটিউব চ্যানেলে, যা নতুন শিল্পী ও শ্রোতাদের আস্থা অর্জন করেছে দ্রুতই।

বহু গুণে গুণান্বিত এই লেখক/কবি চাইলেই যেকোনো শব্দ বা বিষয় থেকেই গান তৈরি করতে পারেন। ভবিষ্যতে দেশের চলচ্চিত্রে গান লেখাকে নিজের প্রধান স্বপ্ন হিসেবে দেখছেন তিনি।

শুধু গান বা কবিতায় নয়—মাহ্ফুজ নবীনের সৃজনশীলতার জাল ছড়িয়েছে আরও দূর পর্যন্ত। তার চিত্রনাট্য, রচনা ও পরিচালনায় নির্মিত দুটি ইউটিউব নাটক“অন্তরে ভিলেন” এবং “গুন্ডা চেয়ারম্যান” প্রচারের অপেক্ষায়।

অভিনয়েও তিনি দারুণ দক্ষতা দেখাচ্ছেন, বিশেষ করে তার অবিনীত’ চরিত্রে অভিনয় ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। দুটো নাটকেরই ছোট্ট ছোট্ট ক্লিপস এখন ফেইসবুক এর পেইজে ভেসে বেড়াচ্ছে।

শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষের গল্প, কষ্ট, আনন্দ, সংগ্রাম ও বাস্তবতার মিশেল তার লেখায় উঠে আসে সহজে, সঙ্গে আছে ইসলাম, মুসলিম আর ধর্ম নিয়ে বেশ কিছু গান। তাই তার সৃষ্টিগুলো হয়ে উঠেছে শ্রোতা-দর্শকের কাছে আরও কাছের, আরও গ্রহণযোগ্য।

কবিতায়, গানে, নাটকে—সব ক্ষেত্রেই এক নতুন বহুমুখী প্রতিভা নিয়ে তার ফেইজবুক পেইজ- “নবীন নাট্যজট” নামক একটি নাট্যদল নিয়ে বর্তমানে কাজ করছেন। যেখানে নতুন আগ্রহীরাও হতে পারবে অভিনয়ের সঙ্গে সংপৃক্ত।