মোঃ আলী হোসেন পটুয়াখালী প্রতিনিধিঃ

‎গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান, দেশের খ্যাতনামা ব্যবসায়ী ও মানবিক সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎ভাই ভাই রেফ্রিজারেশনের কর্ণধার হিসেবে সুপরিচিত খলিলুর রহমান ঢাকা রেফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমিতির সাবেক জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।‎

‎ক্যান্সার রোগীদের পাশে তার বিশেষ উদ্যোগ ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও তিনি মানবিক কাজে অগ্রগামী থাকেন সবসময়। বিশেষ করে এলাকায় গরিব ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় তিনি নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান দিয়ে আসছেন।

‎চিকিৎসা ব্যয়, ওষুধ সংগ্রহ, ঢাকায় হাসপাতালে যাতায়াত—সব ক্ষেত্রেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন

‎স্থানীয়দের ভাষায়—তিনি মানবতার বাতিঘর

‎স্থানীয়দের মতে, খলিলুর রহমান শুধু ক্যান্সার রোগীদেরই নয়, অসহায় পরিবার, দরিদ্র শিক্ষার্থী, বয়স্কদের চিকিৎসা এবং বিভিন্ন সামাজিক দুর্যোগেও অক্লান্তভাবে সহযোগিতা করে থাকেন।

‎একজন স্থানীয় বাসিন্দা জানান—‎“খলিল ভাই আমাদের এলাকার গর্ব। অসহায় মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকে। বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য তার উদ্যোগ মানবতার এক বিরল উদাহরণ।”

‎সমাজ উন্নয়নেও সক্রিয় ভূমিকা

‎নিজ এলাকার উন্নয়ন, তরুণদের সঠিক পথে উদ্বুদ্ধ করা, সামাজিক অবক্ষয় রোধসহ নানা উদ্যোগেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। তার অনুপ্রেরণায় অনেক তরুণ সমাজসেবায় যুক্ত হচ্ছে।

‎খলিলুর রহমানের প্রতিশ্রুতি

‎তিনি জানান—“যে কোনো অসহায় ক্যান্সার রোগী প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করব।”

‎তার এই মানবিক উদ্যোগ গলাচিপার মানুষের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে।