মাহ্ফুজ নবীন পটুয়াখালী প্রতিনিধ

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামাব এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থানায় আয়োজিত এ সাক্ষাতে স্থানীয় গণমাধ্যমকর্মী/সুধীজনেরা অংশ নেন।

সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধ দমন, এবং পুলিশ–জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ওসি মহোদয় পটুয়াখালী সদর থানার চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।

অংশগ্রহণকারীরা থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গঠনমূলক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে ওসির সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে শুভেচ্ছা জানানো হয়।