নিজস্ব প্রতিবেদকঃ মোঃ আলী হোসেন মোল্লা
অবৈধভাবে চাকুরী করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের উপযুক্ত বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রার্থনা।নিজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বআইন আদালতের প্রতি সদাশিল হয়ে আপনাকে অতি বিনয়ের সাথে জানাইলাম যে, আপনার অধিদপ্তর গলাচিপা উপজেলা ওমর ফরুক (রা) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা হয়
০১/০১/১৯৮৫ইং তারিখে এবং উক্ত মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ কুদ্দুস গাজী, পিতা- মৃত… সাং পোঃ কলাগাছিয়া উপজেলা, গলাচিপা, পটুয়াখালী যোগদান নেয় ০১/০১/১৯৮৫ইং তারিখে তার জন্ম হয় ১৭/১১/১৯৬৯ইং তারিখ।
যোগদানের সময় তার বয়স হয় ১৫ বছর ১মাস ১৭দিন। আমার জানামতে সরকারী বিধান অনুযায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন পদে যোগদান নিতে হলে কমপক্ষে ১৮বছর হতে হবে।
১৮ বছরের নিচে হলে যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবআইন আদালতের কাছে অন্যায় ও অনিয়ম ও বেআইনী বলে বিবেচিত হবে। প্রকাশ থাকে যে, মোঃ কুদ্দুস গাজী অবৈধভাবে চাকুরী করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে তাহার সঠিক তথ্য সংগ্রহের জন্য আমিসহ।
পটুয়াখালীর সাংবাদিক মোঃ আলী হোসেন মোল্লা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং মোঃ রাজন সাপ্তাহিক সোহার্দ্যে পত্রিকার স্টাপ রিপোর্টার, মোঃ রাসেল হাওলাদর, দৈনিক বাংলার কন্ঠ সংবাদ পত্রিকার এরা উক্ত প্রতিষ্ঠানে উপস্থিত হয়।
প্রতিষ্ঠানের সুপার জনাব মাও:আবুল খায়ের এবং কুদ্দুস গাজী নিজের স্বাক্ষাৎকার নেওয়া হয়। স্বাক্ষাৎকারে প্রমানিত হয় যে, কুদ্দুস গাজী অবৈধভাবে চাকুরী করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যাহা গত ২৪/০৭/২০২৫ইং তারিখে আমার
মোবাইল নম্বর ০১৭৯৮৫৫১৬৮১ এর মাধ্যমে আপনাকে জানানো হয়েছিল যাহার ভিত্তিতে আপনি নিজে এই বিষয়ে আমাকে লিখিত আবেদন দাখিল করতে বলেন। ভাই এই বিষয়ে উপযুক্ত বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আপনার বরার অত্র লিখিত আবেদন।
অতএব, মহোদয় আপনার বরাবর আমার আকুল আবেদন যাহাতে অবৈধভাবে চাকুরী করে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর উপযুক্ত বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।