বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
২ আগস্ট শনিবার বিকালে আশাশুনি সদরের ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল্লাহ ঢালী।
আশাশুনি সদরের হাড়িভাঙ্গা মৎস্য সেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সাইফুল্লাহ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি সৌহার্দ্যপূর্ণ ও স্বাভাবিক থাকলে আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৬ নং আশাশুনি সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই।
এ সময় উক্ত ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার রাজনীতি সাধারণ মানুষের কল্যাণের জন্য। যদি পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয় তবে আমি অবশ্যই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে সদর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ জনগণকে নিয়ে মতবিনিময় করা হবে। মতবিনিময় সভায় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। হাফেজ মনিরুল ইসলাম দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।