রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত ভুয়া ফেসবুক আইডিতে প্রেমের জাল: কুষ্টিয়ায় নারীর বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ‎দুমকীতে মাদক বিরোধীতা করায়, যুবককে ছুরিকাহত ও প্রাননাশের হুমকির অভিযোগ দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ- এর নতুন  কমিটি গঠন: সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুমকিতে বিএনপি’র হাজারো নেতাকর্মীর ঢল সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি কলমাকান্দা বিএনপি’র উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মরিওম হত্যা মামলার ১০ দিন অতিবাহীত পুলিশ বলছে রহস্যজনক  বরিশাল বিভাগের গর্ব — নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক শামিনুল ইসলাম (শাওন) সাফল্যের গল্প কমিউনিটি প্যারামেডিক দিপু রানী

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাবা

মোঃ রাসেল হাওলাদার স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:১১ অপরাহ্ন

মোঃ রাসেল হাওলাদার স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, হাসপাতালে চিকিৎসাধীন বাবা
পটুয়াখালীর বাউফলে ‘গাঁজাখোর’ বলে কটুক্তি করায় এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই পরীক্ষার্থীর বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ৫টার দিকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সীমানা সংলগ্ন ধলু ফকিরের বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম ফাহিম বয়াতী (১৮)। তিনি বাউফলের নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের বাবা জাকির বয়াতী পেশায় মাছ বিক্রেতা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফাহিম সকালে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে ধলু ফকিরের বাজারে বাবার কাছে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার শাকিল তার গতিরোধ করে এবং কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় ফাহিমের বাবা জাকির বয়াতী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম অভিযুক্ত শাকিলকে ‘গাঁজাখোর’ বলে কটাক্ষ করলে দুইজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতির সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখনই শাকিল ধারালো ছুরি দিয়ে ফাহিম ও তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন

ফাহিমের পায়ের রগ কেটে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত জাকির বয়াতীকে প্রথমে পটুয়াখালী মেডিকেলে এবং পরে বরিশালে স্থানান্তর করা হয়।ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের একজন সহযোগী শানুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, পূর্বের শত্রুতার জেরে এই ঘটনাটি গলাচিপা থানা এলাকার শুরু হলেও সংঘর্ষটি ঘটে দশমিনা থানার ভেতরে। তবে উভয় পরিবারই বাউফল উপজেলার বাসিন্দা। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় দশমিনা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By BDiT