বরগুনা জেলার আমতলী পৌরসভার মহিলা কলেজ রোডে অবস্থিত তাসফি ফার্ম–এর মাধ্যমে মোঃ আবু বকর খান একজন নিবেদিত কমিউনিটি প্যারামেডিক হিসেবে এলাকার মানুষের কাছে নিরলস স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন।
তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও গরীব মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, সঠিক রোগ নির্ণয় এবং পরামর্শমূলক সেবা দিয়ে আসছেন। তাঁর সততা, মানবিক মনোভাব এবং পেশাগত দক্ষতার কারণে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)–এর পক্ষ থেকে কমিউনিটি প্যারামেডিক মোঃ আবু বকর খান–কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি, তাঁর এই সেবা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে এবং গ্রামের সাধারণ মানুষ আরও সহজে স্বাস্থ্যসেবা পাবে।
আমরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি–পেশার মানুষকে অনুরোধ করছি, মোঃ আবু বকর খান–এর এই মহৎ উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করুন।
যোগাযোগ:
মোঃ আবু বকর খান
তাসফি ফার্ম, মহিলা কলেজ রোড
আমতলী পৌরসভা, জেলা–বরগুনা
শুভেচ্ছান্তে,
আবু হানিফ
সভাপতি, বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)
মোবাইল: ০১৭২৫৫০০৪২০