শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাকন’নাকি ৬২ মামলার আসামী জাকারিয়া পিন্টু ও তার ভাই? সহকারী প্রকৌশলী জাহাঙ্গীরের ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ… শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সদস্য বহিষ্কার ও কড়া নিয়মের ঘোষণা অন্য দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় হস্তক্ষেপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন  মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক শিশুর চিকিৎসা না পেয়ে অসুস্থ মায়ের আইনি আশ্রয় — টাকার মূল্যই কি সব?* কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ দুমকিতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আটক যুবলীগ নেতা গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭চোর আটক করেন কালীগঞ্জ থানা পুলিশ। 

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার / ২২ Time View
শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

 

কুমিল্লা: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুই অভিযানে প্রায় ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত এসব অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকা থেকে এসব বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য জব্দ করে।

১০ বিজিবি কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো প্রকার মালিকানাবিহীন অবস্থায় পড়ে থাকা অবস্থায় এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকা: ২০২ কেজি গাঁজা,১,৫৫৫ বোতল ফেনসিডিল,৭২ বোতল বিদেশি মদ,২০২ বোতল ইস্কফ সিরাপ,৪৮ বোতল বিয়ার,৫০০টি স্কিন সাইন ক্রিম,২০,৭৭৬ পিস ভারতীয় অবৈধ বাজি

উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্য নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।

বিজিবি কর্মকর্তারা বলেন, “দেশের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান দমন এবং মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

সীমান্তে বিজিবির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, “এই অঞ্চলে মাঝে মাঝেই চোরাচালানের তৎপরতা বেড়ে যায়। বিজিবির কড়া নজরদারি এবং দ্রুত পদক্ষেপে আমরা আশ্বস্ত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By BDiT