বরগুনা জেলার গৌরিচন্না বাজারের সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিবেদিত প্রাণ মোঃ এনামুল হক সম্প্রতি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত কমিউনিটি প্যারামেডিক হিসেবে নিবন্ধিত হয়েছেন (রেজিস্ট্রেশন নং: ১৬২৬)।
তিনি দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স সফলভাবে সম্পন্ন করে ২০১৫ সালে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন লাভ করেন।
চেম্বারের ঠিকানা:
মুধা মেডিকেল হল,
গৌরিচন্না বাজার, বরগুনা।
মোঃ এনামুল হক এলাকার মানুষের জন্য শুধু প্রাথমিক চিকিৎসা নয়, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, জরুরি প্রাথমিক সেবা, রোগ প্রতিরোধমূলক পরামর্শ ও রেফারেল সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে নিয়মিত সেবা চালিয়ে যাচ্ছেন।
সেবার লক্ষ্য ও উদ্দেশ্য:
প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও সেবা নিশ্চিত করা।
যেকোনো জরুরি প্রাথমিক চিকিৎসা দ্রুত প্রদান।
স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা।
প্রয়োজনে রোগীকে সঠিক সময়ে সঠিক স্থানে রেফার করার মাধ্যমে জটিল রোগের ঝুঁকি হ্রাস করা।
মোঃএনামুল হক এর এই নিরলস প্রচেষ্টা গৌরিচন্না সহ পুরো বরগুনা জেলার মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর সেবার মানসিকতা ও মানবিকতা এলাকার মানুষের কল্যাণে অব্যাহত থাকুক — এটাই আমাদের প্রত্যাশা।
শুভেচ্ছান্তে,
জনাব আবু হানিফ
সভাপতি,
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন