নিজস্ব প্রতিবেদক
তিনি পটুয়াখালী জেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের সন্তান। তিনি দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০১৯ সালে নিবন্ধিত হন (রেজি নং: ১৫১২)।
বর্তমানে তিনি জনসেবা মেডিকেল হল, ইউনিভার্সিটি স্কয়ার, পাগলার মোড়, হাজীর হাট রোড, লেবুখালী, দুমকী, পটুয়াখালী–তে স্থানীয় জনগণের জন্য নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
তার এ সেবামূলক কর্মকাণ্ড এলাকায় সুলভ, সহজলভ্য এবং মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এসোসিয়েশন মনে করে, মোঃ সেলিম হোসাইন–এর এ উদ্যোগ অন্যান্য কমিউনিটি প্যারামেডিকদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও আগামীর সাফল্য কামনা করা হচ্ছে।
শুভেচ্ছান্তে,
জনাব আবু হানিফ
সভাপতি
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন