নিজস্ব প্রতিবেদক:
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত ছুটে চলেন খোকন দাস রহিত। তিনি শুধু একজন কমিউনিটি প্যারামেডিক নন — তিনি গ্রামের মানুষের ভরসার আরেকটি নাম।
যেখানে ডাক্তার নেই, ওষুধ নেই — সেখানেই পৌঁছে যান খোকন দাস রহিত। মা ও শিশু স্বাস্থ্যসেবা, বয়স্কদের সেবা, বিনামূল্যে পরামর্শ — সবই দেন ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে।
তিনি বিশ্বাস করেন, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে।”
তাই যেকোনো রোগী ডাকলেই পাশে থাকেন তিনি।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর এ অনন্য কাজকে স্বীকৃতি জানানো হয়েছে।
সভাপতি আবু হানিফ বলেন, “খোকন দাস রহিতের মতো সাহসী ও নিবেদিত প্যারামেডিকগণই দেশের গ্রামে-গঞ্জে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। আমরা তাঁর সাফল্য কামনা করি।”
চেম্বারের ঠিকানা:
অগ্রণী ব্যাংক রোড পুরান বাজার, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী সদর।
ভালবাসায় —
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন