শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত ভুয়া ফেসবুক আইডিতে প্রেমের জাল: কুষ্টিয়ায় নারীর বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ‎দুমকীতে মাদক বিরোধীতা করায়, যুবককে ছুরিকাহত ও প্রাননাশের হুমকির অভিযোগ দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ- এর নতুন  কমিটি গঠন: সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুমকিতে বিএনপি’র হাজারো নেতাকর্মীর ঢল সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি কলমাকান্দা বিএনপি’র উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মরিওম হত্যা মামলার ১০ দিন অতিবাহীত পুলিশ বলছে রহস্যজনক  বরিশাল বিভাগের গর্ব — নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক শামিনুল ইসলাম (শাওন) সাফল্যের গল্প কমিউনিটি প্যারামেডিক দিপু রানী

জমি নিয়ে দ্বন্দ্বের কারণে ঘরবাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্ট মাসুদ খান / ২৪৭ Time View
সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

পটুয়াখালীর সদর ইটবড়িয়া ইউনিয়ানের দুর্গ পুর ৮ নং ওয়ার্ডের
মোসাঃ তারা বরু পিতাঃ মৃত আঃ লতিফ ব্যাপারী মোসাঃ তারা বরুর চাচাতো ভাই মোঃ আনিচ গাজী পিতা মৃত সেকান্দার গাজী তার উপরে অমানুষিক নির্যাতন করে এবং তার দুই মেয়েকে নির্যাতনের চেষ্টা করে এই জমিজমা নিয়ে অনেক বছর ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে এতদিন তারা দূরে দূরে থেকেছে তাদেরকে বাড়িতে আসতে দিত না এবং বাড়িতে আসার চেষ্টা করিলে তাদেরকে জীবন নাসের হুমকি দেওয়া হয়।

এলাকা বাসীদের প্রথক্য সাক্ষী এই যে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শহিদুল গাজী, আওয়ামী লীগ থাকাকালীন তাদেরকে বাড়ির আশেপাশেও আসতে দিত না

পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোসাঃ তারা বরু, পিতা- আঃ লতিফ বেপারী, সাং-দূর্গপুর, ওয়ার্ড নং-০৮, ইউপি- ইটবাড়িয়া, থানা ও জেলা- পটুয়াখালী আপনার বরাবরে উপস্থিত হইয়া বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উল্লেখিত বিবাদীরা আমরা একই এলাকায় বসবাস করে বিবাদীরা এলাকার খারাপ প্রকৃতির লোক, ভূমি দস্যু ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বিবাদীরা স্থানীয় সালিশ ব্যবস্থা আইন কানুন কিছুই মান্য করে না সব কিছু গায়ের জোরে করিয়া থাকে। বিবাদীদের সাথে আমাদের জমি জমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলিতেছে।

পূর্ব বিরোধের জের ধরিয়া বিবাদীরা ইং ০৯-০৬-২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় লাঠি শোটা দেশীয় শস্ত্র নিয়ে আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার বসত কোপাইয়া পিটাইয়া ভাংচুর করিয়া অনুমান ২০,০০০/-টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। ইহা ছাড়াও বিবাদী পূর্বে আমাদের একাধিকবার মারপিট করিয়া আমাদের জখম করে। উক্ত ঘটনার বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া আপনার বরাবরে আসিয়া অভিযোগ দায়ের করিলাম

পুলিশ ঘটনা স্থানে যান গিয়ে বিবাদীদের থানায় আসতে বলেন কিন্তু তারা কেউই থানায় আসেননি।
১। মোঃ আনিচ গাজী, পিতা- মৃত সেকান্দার গাজী, ২। মোঃ রাসেল গাজী, পিতা- আনিচ গাজী, ৩। মোঃ শহিদুল গাজী, পিতা- মোতাহার গাজী, ৪। মোঃ রাশেদ গাজী, পিতা- মোঃ আনিচ গাজী, ৫। শাহ জালাল গাজী, পিতা- খালেক গাজী, ৬। মোঃ সিদ্দিক মোল্লা, পিতা- মৃত হানিফ মোল্লা, ৭। মোসাঃ লিমা বেগম, পিতা-আনিচ গাজী, সর্ব সাং-দূর্গপুর, ওয়ার্ড নং-০৮, ইউপি- ইটবাড়িয়া, থানা ও জেলা- পটুয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By BDiT