নিজস্ব প্রতিবেদক :
চাঁদাবাজী, দখলবাজীসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা’র সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঐ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা খানম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য যে, পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা এশিয়ান টিভির অনলাইন প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে দেয়া হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম হয়।
গত শুক্রবার (৮ আগস্ট) পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এঘটনা ঘটলেও ভিডিওটি রোববার (১০ আগস্ট) রাতে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে সাংবাদিককে উদ্দেশ করে আফরোজা সীমাকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিক ক্ষতির হুমকি দিতে শোনা যায়।তার পরপরই পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা’র সকল দলীয় পদ স্থগিত করা হয়।