পটুয়াখালী প্রতিনিধি:
দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ কমিউনিটি প্যারামেডিক জিএম ইয়াছিন বাশার। স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সম্প্রতি জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন।
বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক হিসেবে জিএম ইয়াছিন বাশার ২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করে ২০১৭ সালে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর থেকে তিনি পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধ ঘাট সংলগ্ন বোতল বুনিয়া সড়কে আঃ হালিম মৃধা মার্কেট–এ তার নিজস্ব চেম্বার থেকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন।
তিনি প্রতিদিন অসংখ্য রোগীকে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকা, পুষ্টি পরামর্শ, ঔষধ প্রয়োগ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা দিয়ে থাকেন। গ্রামের সাধারণ মানুষ যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা পায় — সেই লক্ষ্যে তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন।
কমিউনিটি প্যারামেডিকগণ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছেন। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জিএম ইয়াছিন বাশারের মতো নিবেদিত কর্মীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে জিএম ইয়াছিন বাশারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি জনাব আবু হানিফ এক বার্তায় বলেন, ‘কমিউনিটি প্যারামেডিকগণ দেশের স্বাস্থ্যখাতের অপরিহার্য অংশ। জিএম ইয়াছিন বাশারের এই স্বীকৃতি আমাদের গর্ব এবং অনুপ্রেরণা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
শুভেচ্ছান্তে
জনাব আবু হানিফ
সভাপতি
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন