নিজস্ব প্রতিবেদক
কানাইপুর, ফরিদপুর সদর, ফরিদপুরের গর্ব জাহানারা আক্তার পলি বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স সফলভাবে সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কমিউনিটি প্যারামেডিক হিসেবে নিবন্ধিত হয়েছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি আবু হানিফ এক শুভেচ্ছা বার্তায় বলেন —
কমিউনিটি প্যারামেডিকরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ।
জাহানারা আক্তার পলির এই অর্জন আমাদের সংগঠনের জন্য গর্বের বিষয়।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে তার অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
চেম্বারের ঠিকানা:
কানাইপুর বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন আশা করে, জাহানারা আক্তার পলির মতো নিবেদিতপ্রাণ প্যারামেডিকদের হাত ধরে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে ।