জেলা প্রেসক্লাব, পটুয়াখালী প্রথমবারের মতো দ্বি-বার্ষিক নির্বাচন
মোঃ আলী হোসেন পটুয়াখালী প্রতিনিধি
জেলা প্রেসক্লাব, পটুয়াখালীতে কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল ১৪(সেপ্টেম্বর) রোজ রবিবার ফটিকের খেয়াঘাট, ফায়ার সার্ভিস রোড জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক-ভাবে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ (সেপ্টেম্বর)সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঐদিন ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।
১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মনোনীত তিন সদস্যের নির্বাচন কমিটি দৈনিক যায়যায় কাল জেলা প্রতিনিধি সরোয়ার হোসেন শানু বাংলাদেশ বুলেটিং উপজেলা প্রতিনিধি সঞ্জীব দাস ও আজকের বার্তা স্টাফ রিপোর্টার জামাল আকন এছাড়াও অনন্য সদস্যদের উপস্থিতিতে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।
১/মনোনয়নপত্র সংগ্রহ ১৫ ও ১৬ ইং তারিখ নির্ধারণ,
২/মনোনয়নপত্র জমাদান ১৭(সেপ্টেম্বর) বিকেল ৫পর্যন্ত,
৩/মনোনয়নপত্র প্রত্যাহার ১৮(সেপ্টেম্বর) বিকেল ৫পর্যন্ত,
৪/চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৮(সেপ্টেম্বর)
ঘোষিত তারিখ অনুযায়ী রাত ৮টা পর্যন্ত
৫/ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সহ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, ঐতিহ্যবাহী জেলা প্রেসক্লাব, পটুয়াখালী সংগঠনের সাংগঠনিক ও গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।
এদিকে, জেলা প্রেসক্লাব,পটুয়াখালী প্রথম বারের এই নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।