নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ-এর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট ২০২৫) মোহাম্মদ বাবুল আক্তারকে সভাপতি ও মো. ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, কবি গাজী রুবেল। এছাড়াও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক গাজী রুবেল বলেন, নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের প্ল্যাটফর্ম দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ। হাটি হাটি পা পা করে এগিয়ে চলছি। আশাকরি নতুন কমিটির দায়িত্বশীল ও গুণী কবি ও
সাহিত্যিকদের মাধ্যমে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত অর্থে কাজ করে বাংলার এই সাহিত্য-কে এগিয়ে নিতে সহায়ক হবে আমাদের এই সংগঠনটি।