স্টাফ রিপোর্টার মো:দেলোয়ার হোসেন
জুলাই -আগস্ট গন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবার এবং সক্রিয় ভূমিকা পালনকারীদের সম্মানে চা চক্র ও মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার কার্যালয়ে মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিন । যুব বিভাগের ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রানার সঞ্চালনায় চা চক্র ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার আমীর মিজানুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি এবং সাবেক পৌর বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক হাফেজ খায়রুল ইসলাম মুন্সি,এন.সি.পি ধনবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম (আপন),যুব অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ সাকিব হোসেন, জুলাই আহত ছাত্র সাইদুর রহমান।
রেজাউল করিম, সুজন হাওলাদার, এন.সি.পি ধনবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ মাহামুদুর রহমান লাভলু, গন অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখার হাফেজ রফিকুল ইসলাম, পলাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
সভায় বক্তরা জুলাই আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।