স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম
নাটোরের নলডাঙ্গায় জুলাই-আগস্ট -২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনায় বিএনপির আয়োজনে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা আগষ্ট -২০২৫) বিকেলে নলডাঙ্গার মমিনপুর কলেজ মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ,
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম আফতাব, মিজানুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, এডভোকেট এম সাখাওয়াত হোসেন, এম এ হাফিজ।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সেক্রেটারী আনিছুর রহমান আনিস, সহসভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ। বিএনপি নেতা নাসিম উদ্দিন, সোহেল আহম্মেদ।
নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন।
নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, সদস্য সচিব মামুনুর রশীদ পিন্টু, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী প্রমূখ।