নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মোঃ আল-আমিন ইসলাম, রাজশাহীর মোহনপুর উপজেলার ছোট পালসা গ্রামের একজন নিবেদিতপ্রাণ কমিউনিটি প্যারামেডিক। তিনি ২০১৫ সালে কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন (নং: ২১৪) গ্রহণ করেন।
পাস করার পর থেকেই তিনি স্থানীয় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে আসছেন। তবে দুঃখজনক হলেও সত্য, তার রেজিস্ট্রেশন মেয়াদ ২০২০ সালের ৩১ অক্টোবর শেষ হয়ে গেছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন মনে করে, মোঃ আল-আমিন ইসলামের মতো দক্ষ ও অভিজ্ঞ সিপিদের নিয়মিত রেজিস্ট্রেশন নবায়ন করে দেশের স্বাস্থ্যসেবা খাতে তাদের সম্পৃক্ততা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন।
সংগঠনের সভাপতি জনাব আবু হানিফ বলেন,
“কমিউনিটি প্যারামেডিকরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। মোঃ আল-আমিন ইসলামের মতো নিবেদিত স্বাস্থ্যসেবকদের সঠিক স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমরা চাই, তিনি দ্রুত রেজিস্ট্রেশন নবায়ন করে আবারও পূর্ণ উদ্যমে জনগণের সেবায় নিয়োজিত হোন।”
এ ধরনের সংবাদ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিযুক্ত সকল সিপিদের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে থাকবে।
তানোরে স্বাস্থ্যসেবায় আল-আমিন ফার্মেসীর প্রশংসনীয় অবদান
রাজশাহী, তানোর:
রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে আল-আমিন ফার্মেসী স্থানীয় জনগণের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধের জন্য এক নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে সুপরিচিত।
এই ফার্মেসীর প্রোপ্রাইটর মোঃ আল-আমিন ইসলাম, একজন দক্ষ কমিউনিটি প্যারামেডিক ও ফার্মাসিস্ট, দীর্ঘদিন ধরে অল্প খরচে মানসম্মত চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
আল-আমিন ফার্মেসীতে সেবাসমূহ:
সুলভ মূল্যে ঔষধ বিক্রয়
ছোট-বড় কাটাছেঁড়া সেলাই
ড্রেসিং, ব্যান্ডেজ
ব্লাড প্রেশার ও সুগার পরীক্ষা
প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরামর্শ
যোগাযোগ:
আল-আমিন ফার্মেসী, কালিগঞ্জ বাজার, তানোর, রাজশাহী
এই ফার্মেসীর মাধ্যমে স্থানীয় মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন, যা গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন এর পক্ষ থেকে মোঃ আল-আমিন ইসলাম এবং তার ফার্মেসীর উত্তরণ কামনা করছি।