মোঃ হাচান স্টাফ রিপোর্টার
“তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী, ৩০ আগস্ট ২০২৫ :হেযবুত তওহীদ পটুয়াখালী জেলা নারী বিভাগের উদ্যোগে শনিবার সকালে শহরের টাউন হল মাঠ সংলগ্ন মিলনায়তনে “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী সম্পাদক আয়শা ছিদ্দিকা। তিনি বলেন, “নারী আল্লাহর এক বিশেষ সৃষ্টি ও নিদর্শন। তাদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলী, জ্ঞান ও যোগ্যতার আলোকে রাষ্ট্রে পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখাই ইসলামের মূল অভিপ্রায়। ধর্মীয় বিধি-নিষেদের দোহাই দিয়ে কিংবা হুমকি প্রদর্শন করে নারীদের পিছিয়ে রাখার সুযোগ ইসলামে নেই।”
তিনি ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ইসলাম আগমনের আগে বিশ্বের নানা প্রাচীন সভ্যতায় নারী অবমাননা, বৈষম্য ও নিপীড়নের শিকার ছিল। ইসলাম এসে নারীদের পূর্ণ মানবাধিকার প্রদান করেছে এবং নারীকে অতিরিক্ত সম্মানও দিয়েছে। ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নারীরা শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি অর্জন, মত প্রকাশ, চলাফেরা, ধর্মীয় স্বাধীনতা, সংগঠন ও সমাবেশসহ সব ধরনের মৌলিক অধিকার সমানভাবে ভোগ করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ পটুয়াখালী জেলার নারী নেত্রী জিউন্নাহার পলি। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উকবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সভাপতি আল-আমিন সবুজ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইফুর রহমান সাইফ, বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, বরিশাল জেলা নারী নেত্রী জারিন তাজনিন লাবনী, ভোলা জেলা নারী নেত্রী খালেদা আক্তার লুনা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরিয়ম আক্তার জেরিন ও মিথিলা।