মোঃ হাচান স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার ১৬-০৯-২০২৫ইং তারিখে পটুয়াখালী জেলা কারিগরি ছাত্র আন্দোলন ও পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পালিত হয়েছে। লাল অঙ্গীকার কর্মসূচি।
এ কর্মসূচি পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে শুরু করে সার্কিট হাউস মোড় হয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা এবং অবস্থান কর্মসূচি শেষ করে পটুয়াখালী ঝাউতলা ও সার্কিট হাউজ মোড় ঘুরে পটিয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন (লাল অঙ্গীকার) বলতে তারা বুঝিয়েছেন যে রক্ত যত লাগে নিতে পারেন লাশ যত লাগে আমরা দিতে প্রস্তুত কিন্তু দশম গ্রেড দিতে প্রস্তুত নই।
এবং সকল শিক্ষার্থীরা(৭) দফা দাবি জানিয়েছেন তাদের দাবি গুলো হল
১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা।
২। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা।
৩। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা।
৪। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেন্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১০৫:২৫ নির্ধারণ করা।
৫। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা।
৬। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি। পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ। অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমানদ ঘোষণা করা।
৭। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।