মোঃ আলী হোসেন মোল্লা নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সংগ্রামের ইতিহাস, আস্থার প্রতীক ও গণতন্ত্রের অঙ্গীকার।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আজও জনগণের শক্তি ও সাহস।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন পটুয়াখালী জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল মৎস্যজীবী দল আরও বিভিন্ন অঙ্গ সংগঠন। এবং ঐতিহাসিক জমকালো এক মিছিল বের করেন ।
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার উদ্যোগে পটুয়াখালী জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম(ভিপি শাহিন)ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ্ আলম তালুকদার এবং সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন এবং সিনিয়র নেতৃবৃন্দ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কুট্টি দাদা এবং উপস্থিত বক্তৃতা রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন বলেন বাংলাদেশ
জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকল দলের অংশগ্রহণে আজকের সমাবেশ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সবাইকে একত্রিত হয়ে কাজ করার।
তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষ মার্কায় ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখা।