রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি ৷
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৩) ডিবি পুলিশ আটক করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে ডিবি পুলিশের গোপন অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় ।
যানাযায় ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটা সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে আরো যানাযায় মাদক ব্যবসায় অন্যতম নিয়ন্ত্রক এবং হত্যা মামলার ও আসামি
তার বাবার নাম মৃত শানু হাওলাদার। বাড়ি কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া এলাকায়।
ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মিলুকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে তার ছেলে রাজনকে ও এই মামলায় গ্রেপ্তার করা হয় আদালতে জবানবন্দি নেওয়া হয়েছিল বলে জানায় ৷
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ফিরে বাসায় প্রবেশের আগে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলার শিকার হন সাংবাদিক জহিরুল ইসলাম মিলন ৷
এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার এক