পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত রাস্তার বেহাল দশা, ঝুঁকিপূর্ণ চলাচল
নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ ইটের রাস্তার বেহাল অবস্থা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগে পরিণত হয়েছে। হাজীখালী বাজার থেকে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রাস্তার মাঝখানে একাধিক বিশাল গর্ত তৈরি হয়ে চলাচল প্রায় অনিরাপদ হয়ে উঠেছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজীখালী এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল থাকায় বিকেলের পর থেকেই শিয়াল ও অন্যান্য বন্য প্রাণীর উপদ্রব দেখা যায়। ইতোমধ্যে শিয়াল তাড়া করার মতো ঘটনাও ঘটেছে বলে জানান অভিভাবকরা। এতে বিশেষ করে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ নিয়ে হাজীখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহআলম হাওলাদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর জনপ্রিয় কমিউনিটি প্যারামেডিক আবু হানিফ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন,
“এই রাস্তাটি প্রতিদিন শত শত মানুষের জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় এলাকাবাসী একপ্রকার অবহেলিত অবস্থায় রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয়রা অভিযোগ করে জানান, বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের অভাবে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে রাস্তা মেরামত এবং রাস্তার দু’পাশের জঙ্গল পরিস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
তাদের প্রশ্ন—“জানমালের ঝুঁকি নিয়ে আর কতদিন চলতে হবে? পানি উন্নয়ন বোর্ডের নজর কবে পড়বে এই জনদুর্ভোগে?”
এখন এলাকাবাসী একটাই আশা করছেন—দ্রুত কার্যকর উদ্যোগ ও বাস্তবায়ন।