গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একমাত্র কমিউনিটি প্যারামেডিকগণই মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিকরা আজ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরকার ঘোষিত “সবার জন্য স্বাস্থ্য” নীতিকে বাস্তবায়ন করতে কমিউনিটি প্যারামেডিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে দুর্গম গ্রামাঞ্চলে, যেখানে চিকিৎসক বা বিশেষজ্ঞদের নিয়মিত সেবা পাওয়া সম্ভব নয়, সেখানে কমিউনিটি প্যারামেডিকরা দিন-রাত মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
কমিউনিটি প্যারামেডিকরা শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানেও অগ্রণী ভূমিকা রাখছেন। গ্রামের দরিদ্র জনগণ যাতে সহজে সুলভ চিকিৎসা পান — সেই লক্ষ্যে তারা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন।
আমরা আশা করি, দেশের স্বাস্থ্যখাতকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কমিউনিটি প্যারামেডিকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সমাজের সকল সচেতন মহলকে যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানানো যাচ্ছে।
আমরা বিশ্বাস করি — “স্বাস্থ্যসেবা হবে সবার অধিকার, কমিউনিটি প্যারামেডিকদের হাত ধরেই এটি সম্ভব।”
সকল কমিউনিটি প্যারামেডিক ভাই-বোনদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
আবু হানিফ
সভাপতি কেন্দ্রীয় কমিটি
— বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন
যোগাযোগ: ০১৭২৫৫০০৪২০