মোঃ হাচান স্টাফ রিপোটার
চলমান সংকট থেকে উত্তরণে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ র প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তাওহীদ। আজ বুধবার সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এসময় তিনি বলেন, বর্তমানে গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি নামে বিশ্বব্যাপী যে মানবরচিত ব্যবস্থা চলছে, তা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও মানুষের জীবনের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা সহ সামগ্রিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি বলেন, বিদ্যমান এই ব্যবস্থা চালু রেখে যতই সংস্কার করা হোক তাতে সংকটের সমাধান আসবে না। বরং আমূল পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যে ব্যবস্থার মূল ভিত্তি হবে আল্লাহর দেয়া বিধান। তাহলেই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।
বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা, কেন্দ্রীয় নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল-আমিন সবুজ, বরিশাল মহানগর হেযবুত তওহীদের সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ। হেযবুত তওহীদের প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ভূইয়া, জাগো নারী পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স প্রমুখ।
এসময় বক্তারা ইসলামের বিধি-বিধানের আলোকে আধুনিক রাষ্ট্রব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর অধিকার ও সামাজিক সুরক্ষাসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কিভাবে পরিচালিত হতে পারে, তার রূপরেখা তুলে ধরেন।