নিজস্ব প্রতিনিধি
বরগুনা কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)-এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সভাপতি আবু হানিফ।
তিনি বলেন,
“এই নবগঠিত কমিটি বরগুনার প্যারামেডিক পেশাজীবীদের ঐক্য, উন্নয়ন এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিউনিটি প্যারামেডিকরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বরগুনা জেলা কমিটির এই উদ্যোগ অন্যান্য জেলার জন্য অনুকরণীয় হয়ে উঠবে।”
তিনি আরও যোগ করেন,
“কমিউনিটি প্যারামেডিক পেশার মানোন্নয়ন ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর অবদান রাখবে বলেই আমরা আশাবাদী
নব-গঠিত আহ্বায়ক কমিটির তালিকা
আহ্বায়ক
– মোঃ মাসুম বিল্লাহ
যুগ্ম আহ্বায়ক
– মোঃ এনামুল হক
– মোঃ আবুল বাশার
সদস্য সচিব
– জিয়াউল করিম
যুগ্ম সদস্য সচিব:*
– মোসাঃ জেসমিন নাহার
সদস্যবৃন্দ:
– মোঃ মিজানুর রহমান
– মোঃ আবুবকর খান
– সাইফুল ইসলাম
– ইমরান
– নয়ন চন্দ্র শীল
– সজল