৮ নং বকুলবাড়িয়া ইউনিয়নের একজন সাধারণ কর্মী হিসেবে কিছু কথা বলতে চাই
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারুণ্যের আইকন জনাব মোঃ তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আজ হৃদয়ের অনেক কষ্ট নিয়ে কিছু কথা বলতে চাই।
২০০৮ সাল থেকে আজ অবধি প্রায় ১৭ বছর ধরে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছি।
এই দীর্ঘ পথ চলায় একজন নেতাকে দেখে মনে হয়েছে, তিনিই আমাদের সময়ের সেই আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব—তিনি জননন্দিত জননেতা জনাব হাসান মামুন ভাই।
২০১৬ সালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ প্রার্থী ছিলাম তৎকালীন সময় দলের বিভিন্ন নেতাকর্মীরা – হামলা মামলার শিকার হয়েছিলেন।
তবুও দলের কথা চিন্তা করে আমি একজন সাধারণ কর্মী হিসাবে সেখানে দলের হয়ে ভূমিকা পালন করেছিলাম আমাকেও নানান ভাবে হামলা মামলা ও ঘুম খুন করার চেষ্টা করেন
তবুও এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেইনি সেদিন বুকে হাত দিয়ে বলেছিলাম এক বিন্দু পরিমাণ রক্ত থাকা কালীন কাউকে ছাড় দেওয়া হবে না
আমি আমার নেতা জনাব মোঃ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে এবং মানুষের প্রতি তার ত্যাগের কথা চিন্তা করে গভীরভাবে অনুপ্রাণিত করে রেখেছি।
আজ আমি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ভাইয়ের প্রতি একান্তভাবে আবেদন জানাই।
গলাচিপা-দশমিনার হাজারো গরীব-দুঃখী, মেহনতি মানুষের পক্ষ থেকে অনুরোধ, এই জননেতা জনাব হাসান মামুন ভাইয়ের কোনো বিকল্প হতে পারে না।
আমরা একমত—হাসান মামুন ভাইয়ের বিকল্প নেই।
তিনি আমাদের ভরসা, আমাদের নেতা, আমাদের আত্মার আত্মীয়।
তাঁকে বাদ দিয়ে রাজনীতি মানে গলাচিপা-দশমিনাকে অন্ধকারে ঠেলে দেওয়া
মোঃকবির আহমেদ (জামাল) খান
সিনিয়র সদস্য
৮ নং বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির শাখা
গলাচিপা পটুয়াখালী