নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বাস্থ্যসেবায় এক ব্যতিক্রমী সাফল্যের গল্প লিখছেন নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক মোসাঃ নুরজাহান বেগম। নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) সেবায় তাঁর দক্ষতা ও আন্তরিকতা ইতিমধ্যে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সূর্যমনি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মোসাঃ নুরজাহান বেগম ২০১৪ সালে কমিউনিটি প্যারামেডিক ২ বছর মেয়াদি কোর্স সম্পন্ন করেন। তিনি ২০১৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন (নং: ৯১০) লাভ করেন।
বর্তমানে তিনি ইন্দ্র কুল বাজারের “রাইয়ান মেডিকেল হল”-এ নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে চলেছেন। প্রতিদিন অসংখ্য গর্ভবতী মা তাঁর কাছে চিকিৎসা নিচ্ছেন। নিরাপদ ও সফল নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি অনেক অসহায় পরিবারে আশার আলো ফিরিয়ে এনেছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আবু হানিফ এ প্রসঙ্গে বলেন—
“মোসাঃ নুরজাহান বেগম শুধুমাত্র একজন নিবন্ধিত প্যারামেডিকই নন, তিনি বাউফলের স্বাস্থ্যসেবায় এক অনন্য উদাহরণ। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক ভূমিকা সকল কমিউনিটি প্যারামেডিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এসোসিয়েশন তাঁর এই সাফল্যে গর্বিত এবং সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে।”
স্বল্প খরচে এবং ঘরের কাছে নিরাপদ প্রসব সেবা পেয়ে খুশি স্থানীয় জনগণ। স্বাস্থ্যসেবায় এমন নিবেদিতপ্রাণ পেশাজীবীরা সমাজে নতুন আশার আলো জ্বালাচ্ছেন বলে মন্তব্য করেন সুধীমহল।