মোঃ গিয়াস উদ্দিন বাগেরহাট জেলা সংবাদদাত
জেলায় চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটিতে নামিয়ে আনার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ হওয়া এ কর্মসূচির পর নতুন করে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে আন্দোলনকারীরা।
সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ঢাকা–খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাগেরহাটবাসীর সঙ্গে ‘অবিচার’। তারা অবিলম্বে চার আসন বহাল রাখার দাবি জানান।
হরতালের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে, অভ্যন্তরীণ রুটগুলোতেও ব্যাপক বিঘ্ন ঘটে। বাজার–ব্যবসা আংশিকভাবে বন্ধ ছিল। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে বা বিকল্প যানবাহনে ভোগান্তি পোহাতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, যদি তাদের দাবি দ্রুত মানা না হয় তাহলে শনিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হতে পারে।