পটুয়াখালী, ৩০ জুন ২০২৫:
বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ ও ইউনিট ভেদে বর্গমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। একশ্রেণীর অসাধু চক্র বিদ্যুৎ বিলের কারচুপি করে গ্রাহকদের জিম্মি করে রাখছে বলে অভিযোগ উঠেছে।
পটুয়াখালী জেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহআলম হাওলাদার ও স্বাস্থ্য কর্মী আবু হানিফ এক যৌথ বিবৃতিতে বলেন, ৫০, ৭৫, ১০০, ৫০০ যতো ইউনিটই হোক না কেন, প্রতি ইউনিটের মূল্য সমান রাখতে হবে, যাতে গরিব ও মধ্যবিত্ত জনগণ স্বস্তি পায়।
তারা আরও বলেন, বিদ্যুৎ বিলের কারচুপি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন এবং বিদ্যুৎ বিভাগের দুর্নীতি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পটুয়াখালী জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁরা সরকারের কাছে জোর দাবি জানান, জনগণের স্বার্থে বিদ্যুৎ বিলের ন্যায্যতা নিশ্চিত করা হোক।