নিজস্ব প্রতিবেদক,
তারাপুরের হৃদয়বান জনগোষ্ঠী ও তরুণ প্রজন্মের অগ্রদূত সংগঠন “ভয়েস অব তারাপুর”-এর আয়োজনে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শাকিল এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী ও অনন্য জন্মদিন উদযাপন অনুষ্ঠান।
এদিন গৌরবের সঙ্গে পালিত হয় বিশিষ্ট শিল্পপতি, রুটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভয়েস অব তারাপুর-এর সম্মানিত উপদেষ্টা মোঃ রুহুল আমীন সরকার-এর জন্মদিন।
আলোর ঝলকানি আর ভালোবাসার উষ্ণ পরশে মুখর ছিল তারাপুরের অনুষ্ঠানস্থল। রঙিন বেলুন, শুভেচ্ছা কার্ড, কেক আর আলোকসজ্জায় মোড়ানো সেই পরিমণ্ডল যেন হয়ে উঠেছিল আনন্দ আর কৃতজ্ঞতার এক প্রতীক। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, সংগঠনের সদস্য এবং অসংখ্য সাধারণ মানুষ।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া মাহফিল, যেখানে মোঃ রুহুল আমীন সরকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমাজকল্যাণমূলক কর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা জানানো হয়। উচ্চারিত হয় একটি হৃদয়ছোঁয়া কামনা— তিনি যেন মানুষের পাশে, দেশের কল্যাণে আরও শক্ত হাতে এগিয়ে যেতে পারেন এবং মানবতার বাতিঘর হয়ে উঠেন সকলের মাঝে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনে কেবল জন্মদিন পালন নয়, বরং এক মানবিক, প্রজ্ঞাবান এবং দূরদর্শী মানুষকে সম্মান জানানোই ছিল আমাদের মূল লক্ষ্য। তাঁর অনুপ্রেরণামূলক নেতৃত্ব তরুণদের জাগ্রত রাখে।”
ব্যক্তিগত বার্তায় মোঃ রুহুল আমীন সরকার বলেন,
আপনাদের ভালোবাসা ও দোয়া আমার জীবনের অন্যতম প্রাপ্তি। আমি আজীবন সমাজকল্যাণ, সততা ও মানবিকতার পথে থাকার চেষ্টা করব। ভয়েস অব তারাপুর ও আপনাদের সঙ্গে আমার এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
জন্মদিনের কেক কাটা, মিষ্টি বিতরণ, কুশল বিনিময় ও শুভেচ্ছা বার্তায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত, প্রাণচাঞ্চল্যে ভরপুর ও হৃদয়ের উষ্ণতায় আচ্ছন্ন।
এসমস উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল প্রামাণিক মাহমুদ, তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা, মিনিস্টার শো-রুম ও নিউ বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক
ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, গণমাধ্যমে ও মানবাধিকার কর্মী
বিদ্যুৎ চন্দ্র বর্মন, শাহাআলম মিয়া, শাহিন মিয়া,জুয়েল মিয়া প্রমুখ।
এই আয়োজনটি প্রমাণ করে— একজন সৎ, দূরদর্শী ও মানবিক নেতৃত্বধারী মানুষকে ভালোবাসা দিতে জানে সমাজ। মোঃ রুহুল আমীন সরকার কেবল একজন শিল্পপতি নন, বরং তিনি হচ্ছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ও সমাজকল্যাণে নিয়োজিত একজন আলোকিত মানুষ।
সত্যিই, এমন মানুষদের জন্মদিন উদযাপন মানেই একটি সমাজের প্রতি দায়িত্বশীলতার নিদর্শন, যেখান থেকে সমাজজীবনে ছড়িয়ে পড়ে ইতিবাচক প্রেরণার দীপ্ত আলো।