মোঃ রাসেল হাওলাদার, স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৯ নং কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আজিজের ঠোডা থেকে জামে আইয়ুম ওমর ফারুক দাখিল মাদ্রাসা পর্যন্ত মাটির রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত কৃষক ও সাধারণ মানুষ চলাচল করেন। এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। বর্ষা মৌসুমে তাদের উৎপাদিত ফসল শহরের বাজারে নিয়ে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষকদের মাথায় করে পণ্য বহন করে অনেক দূরে নিয়ে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এতে ফসল বাজারজাত করতে দেরি হওয়ায় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাতের বেলায় কেউ অসুস্থ হলে এই রাস্তায় চলাচল করা আরও কষ্টকর হয়ে যায়। রাস্তার করুণ অবস্থার কারণে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না, ফলে বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হচ্ছে অনেককে।
উক্ত রাস্তাটির মাঝামাঝি স্থানে জামেয়া-ই-ওমর ফারুক (রাঃ) দাখিল মাদ্রাসা অবস্থিত, যেখানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীরা প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে ক্লাস করতে আসে। যাতায়াতের সুব্যবস্থা না থাকায় তাদের শিক্ষাজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। কিছুদিন আগে রাস্তার কিছু অংশে নতুন মাটি ফেলে ভরাট করা হলেও চৌরাস না করায় বৃষ্টির পানি জমে আবারো চলাচলের অযোগ্য হয়ে গেছে রাস্তা।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণ করা হোক। এ ব্যাপারে পটুয়াখালী জেলার টিএনও ও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে এই অবহেলিত মাটির রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ দূর করবেন।