মোঃ সজিব সরদার নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে চলা অন্যতম সংগঠন “শহীদ জিয়া গবেষণা পরিষদ” সম্প্রতি তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বপ্রাপ্তির ঘোষণা দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল (১৯ সেপ্টেম্বর) এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মুহাম্মদ সাঈদকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে সৈয়দ মুহাম্মদ সাঈদকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করেন।
দপ্তর সম্পাদক গাউস মোঃ আজিম ভূঞা স্বাক্ষরিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়—স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে সৈয়দ মুহাম্মদ সাঈদের সক্রিয়, জোরাল এবং নিরলস অংশগ্রহণ তাকে এই পদে সুপারিশ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তিনি শহীদ জিয়া গবেষণা পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি-আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
অফিসিয়াল চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, ভবিষ্যৎ যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে সংগঠনের প্রচার ও প্রকাশনায় তিনি নেতৃত্ব দেবেন এবং তার দায়িত্ব পালনে সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন।
সৈয়দ মুহাম্মদ সাঈদকে নতুন দায়িত্ব প্রদানের ঘোষণার সাথে সাথেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে পড়ে। তাকে অভিনন্দন জানিয়েছেন, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, বিশিষ্ট শিক্ষাবিদ ও কেন্দ্রীয় নেতা ড. সগিরুল ইসলাম মজুমদার,কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক গাউস মো: আজিম ভূঞা, ঢাকা মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট আ: মালেক তালুকদার, মহানগর নেতা এডভোকেট মো: দেলোয়ার হোসেন, মাসুদ রানা নান্নু, মাঞ্জুরুল আহসান মানিক প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা বার্তায় বলেন, “সৈয়দ মুহাম্মদ সাঈদ বরাবরই একজন নিবেদিতপ্রাণ, সৎ, সাহসী ও সংগ্রামী কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির নীতি-আদর্শকে লালন করে তিনি গণমানুষের অধিকার আদায়ে যে ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন।”
অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা ও গণমানুষের কাছে শহীদ জিয়ার দর্শন ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি পৌঁছে দিতে তার দায়িত্ব হবে কেন্দ্রীয় কার্যালয় থেকে সারাদেশে কার্যকর প্রচার নিশ্চিত করা।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের সংগ্রামে নতুন উদ্যম সঞ্চার করবে এই নিয়োগ—এমনটাই আশা করছেন সংগঠনের শীর্ষ নেতারা। নতুন দায়িত্বপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ সাঈদও প্রতিজ্ঞা করেছেন, তিনি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দায়িত্ব পালন করবেন।