নিজস্ব প্রতিবেদক
বরিশালের এক জনপ্রিয় ডাক্তার *উত্তম কুমার সাহা*-এর বিরুদ্ধে টাকার অগ্রাধিকারের অভিযোগ তুলেছেন এক অসুস্থ শিশুর মা। অভিযোগে বলা হয়, বরিশালে কর্মরত এই চিকিৎসকের কাছে রোগী দেখাতে হলে *রাত ৮টার মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা* না দিলে, রোগী দেখা হয় না — এমন নিয়ম আরোপ করেছেন তিনি।
গতকাল পটুয়াখালীতে এক মা তার শিশুকে নিয়ে বিকাল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করছিলেন। কিন্তু যখন তার সিরিয়াল নম্বর আসে, তখন তাকে জানানো হয়—তিনি নাকি নির্ধারিত সময়ে টাকা জমা দেননি, ফলে *তার বাচ্চাকে চিকিৎসা দেওয়া হবে না।*
অসুস্থ শিশুর মা জানান, “আমি জানতাম না আগে টাকা দিতে হয়, এখন টাকা নিয়ে নিন।” কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাতে কান না দিয়ে *খারাপ আচরণ* শুরু করেন।
পরিস্থিতি জটিল হওয়ায় *পটুয়াখালী সদর থানা থেকে পুলিশ* এসে হস্তক্ষেপ করে। পুলিশ উপস্থিত হলে ডাক্তার উত্তম কুমার সাহা জানান, “আমি প্রতিদিন প্রায় ১০০ রোগী দেখি। প্রতিটি রোগীর কাছ থেকে *১০০০ টাকা করে রাত ৮টার মধ্যে* টাকা নেওয়া হয়। এরপর আর কাউকে দেখা হয় না।”
এ নিয়ে প্রশ্ন করা হলে শিশুর মা জানতে চান, “*টাকার মূল্য বেশি, না মানুষের জীবনের মূল্য বেশি?*” — প্রশ্নের জবাবে ডাক্তার চুপ করে বসে থাকেন।
ঘটনাটি নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। *মানবিক মূল্যবোধ ও চিকিৎসা নৈতিকতা* আজ প্রশ্নের মুখে।