বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত ভুয়া ফেসবুক আইডিতে প্রেমের জাল: কুষ্টিয়ায় নারীর বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ‎দুমকীতে মাদক বিরোধীতা করায়, যুবককে ছুরিকাহত ও প্রাননাশের হুমকির অভিযোগ দক্ষিণ বঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পরিষদ- এর নতুন  কমিটি গঠন: সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুমকিতে বিএনপি’র হাজারো নেতাকর্মীর ঢল সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি কলমাকান্দা বিএনপি’র উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত মরিওম হত্যা মামলার ১০ দিন অতিবাহীত পুলিশ বলছে রহস্যজনক  বরিশাল বিভাগের গর্ব — নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক শামিনুল ইসলাম (শাওন) সাফল্যের গল্প কমিউনিটি প্যারামেডিক দিপু রানী

সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: মো.রাজন মাতব্বর / ১২৬ Time View
বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: মো.রাজন মাতব্বর

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা হবেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। লিভার, কিডনি, ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ একাধিক স্বাস্থ্যগত সমস্যায় তিনি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন। এসব কারণে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল থাকলেও বয়স ও পুরোনো রোগের কারণে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। এ কারণে নিয়মিত রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি এবং বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবসময় উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসার ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা ও উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিও বারবার তুলছে বিএনপি।

প্রসঙ্গত, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি থাকার পর ২০২০ সালের মার্চে কোভিড পরিস্থিতি বিবেচনায় সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর থেকেই তিনি গুলশানের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার আজকের হাসপাতাল যাত্রাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল ও দুশ্চিন্তা তৈরি হয়েছে। তারা প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, আজকের চেকআপের পর তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে মেডিকেল বোর্ড। পরিস্থিতি অনুযায়ী আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By BDiT