নিজস্ব প্রতিনিধি
কমিউনিটি প্যারামেডিক হিসেবে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন অর্জন—স্বাস্থ্যখাতে নতুন আশা
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের উদ্যমী তরুণ কায়সার আহমেদ সাগর কমিউনিটি স্বাস্থ্যসেবায় নতুন এক সম্ভাবনার নাম।
তিনি ২০১৮ সালে সুনামগঞ্জ থেকে কমিউনিটি প্যারামেডিক কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরবর্তীতে ২০১৯ সালে রেজিস্ট্রেশন নং ১৩৬৩-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিউনিটি প্যারামেডিক হিসেবে স্বীকৃতি পান।
তার এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সফলতা নয়—বরং এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের সভাপতি আবু হানিফ বলেন—
“দেশব্যাপী দক্ষ ও নিবেদিত প্যারামেডিক গড়ে তোলার এই অগ্রযাত্রা অত্যন্ত গর্বের। কায়সার আহমেদ সাগরের মত তরুণরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন।”
বর্তমানে তিনি “হায়াতুল ইসলাম মেডিকেল হল”-এ স্বাস্থ্যসেবা প্রদান করছেন। ঠিকানা: নতুন পাড়া, জামালগঞ্জ, সুনামগঞ্জ