বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়নে দিনভর মানুষের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু। পুরাতন ইমামগঞ্জ বাজার, চৈতন্য বাজার, কালিরপাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক আন্তরিক আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পথচলা নিয়ে স্থানীয়দের প্রশ্ন, মতামত ও প্রত্যাশা শোনেন তিনি। সিন্টু বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। গণতন্ত্রকে বাঁচাতে হলে তারেক রহমানের দেওয়া রূপরেখাই আমাদের পথনির্দেশক হবে।”
তারাপুর ইউনিয়নের মানুষের আন্তরিক ভালোবাসা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। শৈশব-কৈশোরে মীরগঞ্জ থেকে তারাপুরের পথে তার অবাধ বিচরণের স্মৃতি টেনে তিনি বলেন,
“আজ আমি রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। অথচ তারা আমাকে শুধু নেতা নয়, নিজেদের ছেলে, ভাই ও প্রতিবেশী হিসেবেই গ্রহণ করছে। এটাই আমার শক্তি।”
আলোচনায় অংশ নিয়ে অনেক প্রবীণ ব্যক্তি তার প্রয়াত বাবার স্মৃতিচারণ করেন। তারা বলেন—তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল ভালোবাসার, হৃদয়ের। আজ তুমি এসেছো, আমরা পাশে থাকবো। এই এলাকা হবে তোমার শক্তি।”
এই কথাগুলো আরেফিন আজিজ সরদার সিন্টুর কাছে শুধু প্রেরণাই নয়, বরং দায়িত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমার শেকড় এখানেই। মানুষের টান, তাদের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
আগামী দিনে দেশের রাজনীতিতে যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসছে, তার জন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনগণও তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষ পর্যন্ত, তারাপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা আর শেকড়ের টান নতুন করে অঙ্গীকারবদ্ধ করেছে আরেফিন আজিজ সরদার সিন্টু—“মানুষের সাথে, মানুষের জন্য” রাজনীতি আরও শক্তিশালী করার প্রত্যয়ে।