পটুয়াখালী প্রতিনিধি:
গ্রামীণ জনপদে মা ও শিশু স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কমিউনিটি প্যারামেডিক আসমা বেগম। তিনি Bangladesh Nursing & Midwifery Council অনুমোদিত রেজিস্টার্ড কমিউনিটি প্যারামেডিক হিসেবে মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি পটুয়াখালী সদর উপজেলার টাউন জৈনকাঠি এলাকার ছাছিয়ার বাঁধ সংলগ্ন নিজ চেম্বার থেকে স্থানীয় জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃসেবা ও শিশুসেবা প্রদান করে যাচ্ছেন।
চেম্বারের ঠিকানা:
টাউন জৈনকাঠি, ছাছিয়ার বাঁধ, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী সদর, পটুয়াখালী।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর পক্ষ থেকে আসমা বেগমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠন মনে করে, তার এ সেবামূলক কাজ কমিউনিটি প্যারামেডিকগণকে আরও অনুপ্রাণিত করবে এবং গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন দিগন্ত উন্মোচন করবে ।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন–এর সভাপতি আবু হানিফ এক অভিনন্দন বার্তায় বলেন ।
“কমিউনিটি প্যারামেডিকগণ দেশের প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আসমা বেগমের এ অবদান সংগঠনের জন্য গর্বের বিষয়। তার সাফল্য অন্যান্য প্যারামেডিকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে “